করোনা মুক্ত হল বাঁকুড়ার ইন্দাস ব্লক : করোনা আক্রান্ত তিন পরিযায়ী শ্রমিক ই সুস্থ হয়ে বাড়ি ফিরলেন

7th June 2020 বাঁকুড়া
করোনা মুক্ত হল বাঁকুড়ার ইন্দাস ব্লক : করোনা আক্রান্ত তিন পরিযায়ী শ্রমিক ই সুস্থ হয়ে বাড়ি ফিরলেন


তৌসিফ আহমেদ ( ইন্দাস ) : করোনার আতঙ্কের মধ‍্যে করোনা থেকে মুক্ত হল বাঁকুড়ার ইন্দাস ব্লক । এই মুহূর্তে কোনো করোনা আক্রান্ত রোগী নেই এই ব্লকে । বেশ কিছুটা স্বস্তি ফিরলো ব্লক প্রশাসনিক মহলে । যদিও সকলকে সতর্ক ও সচেতন থাকার পাশাপাশি স্বাস্থ‍্যবিধি মেনে চলার কথা বারবার বলা হয়েছে প্রশাসনের তরফে ।
করোনা ভাইরাস এর উপসর্গ নিয়ে ওন্দা সুপার স্পেশালিস্ট হসপিটালে সমগ্র বাঁকুড়া জেলা থেকে ৪৬ জন ভর্তি হয়েছিলেন ।  ২৩ জন আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ।   ইন্দাস ব্লকের যে তিনজন করোনা আক্রান্ত ব্যক্তি ছিলেন তাদের মধ্যে  করারডাঙ্গা এবং রোল এর দুজন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন । অপরজন রোল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডেওগড়িয়া গ্রামের বাসিন্দা তিনিও সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরলেন । বর্তমানে ইন্দাস ব্লক করোনা মুক্ত ব্লক হিসাবে স্বীকৃতি পেল ।  প্রশাসনিক ব্যবস্থাপনায় বাড়ি ফিরলেন ডেওগড়িয়ার ওই যুবক । বাড়ির ছেলে বাড়িতে ফিরে আসায় খুশি পরিবার এর সকল সদস্যরা ।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।